উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য ১ জন নারী ও ১ জন পুরুষ অস্থায়ী ভিত্তিতে নিযুক্তি/ নিয়োজনের লক্ষ্যে ডোমার উপজেলায় বসবাসরত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
পদের নাম: উদ্যোক্তা (লেটার রাইটার), স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট।
প্রার্থীর যোগ্যতা :
১/ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
২/ কম্পিউটার চালনায় নাগরিক সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা ও তথ্য প্রযুক্তি সম্পর্কে দক্ষতা;
৩/ নিজ খরচে স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণ ( কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি) যন্ত্রপাতি এবং আসবাবপত্র ক্রয় করার সামর্থ;
৪/ কম্পিউটার চালনায় MS office এ পারদর্শী;
বয়স: জানুয়ারি ২০২৪ খ্রি: নুন্যতম ১৮ বছর হতে হবে।
আবেদন এর সময়: ২৫ এপ্রিল ২০২৪ খ্রি: হতে ০২ মে ২০২৪ খ্রি:
আবেদনের লিংক:
http://bdpost.eksheba.gov.bd/entrepreneur-registrations
বিস্তারিত নিচের সংযুক্তি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস